Breaking News

বরিশালে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা


বরিশালে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জ মেহেন্দীগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। জমি নিয়ে বিরোধ গরুর খেতের পাট খাওয়া নিয়ে এই দুটি হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ ভুক্তভোগী পরিবারগুলো জানায়।

বাকেরগঞ্জে জমিজমার বিরোধে আপাং তালুকদার (৩৫) নামের একজনকে রোববার পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আর মেহেন্দীগঞ্জে গরুর খেতের পাট খাওয়ার জেরে মাদ্রাসাছাত্র সৌরভ খানকে (১৫) শুক্রবার পিটিয়েকুপিয়ে প্রতিপক্ষের লোকজন আহত করেন। শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। রোববার পুলিশ তার লাশ উদ্ধার করে।

বরিশালে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
বরিশালে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
পুলিশ জানায়, বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামে সৎমামা আপাং তালুকদারকে (৩৫) রোববার সকাল ৮টার দিকে শাবল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন তাঁর সৎভাগনেরা। গুরুতর অবস্থায় বরিশালের শের--বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তাঁর মৃত্যু হয়।

নিহত আপাং তালুকদার কবাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মৃত আলী হোসেন তালুকদারের ছেলে।

পরিবার জানায়, জমি নিয়ে সৎবোনের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আপাং তালুকদারের। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে রান্নাঘর তোলা নিয়ে আবারও তাঁদের মধ্যে ঝগড়া হয়। রোববার সকাল ৮টার দিকে আপাং তালুকদার সৎভাগনেদের বাড়ির পাশ দিয়ে শিয়ালঘুনি বাজারে যাচ্ছিলেন। সময় ভাগনে রাসেল চৌকিদার, আরফি চৌকিদার, রাজীব চৌকিদার, কবির চৌকিদারসহ অন্যরা আপাংকে ডেকে নিয়ে যান। এরপর তাঁকে শাবল দা দিয়ে উপর্যুপরি পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। খবর পেয়ে প্রতিবেশীরা আপাংকে গুরুতর আহত অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের--বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা ১টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, রান্নাঘরে চালা দেওয়া নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে।
এদিকে মেহেন্দীগঞ্জ উপজেলায় গরুর খেতের পাট খাওয়ার জের ধরে সৌরভ খান (১৫) নামের এক মাদ্রাসাছাত্রকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সৌরভ ওই এলাকার মনির খানের ছেলে।

পরিবার জানায়, শুক্রবার সকালে সৌরভ গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াতে গেলে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মুমূর্ষু অবস্থায় সৌরভকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুলাদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত সৌরভকে বরিশালের শের--বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গাড়ি নৌযান চলাচল বন্ধ থাকায় সৌরভকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। অবস্থায় শনিবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সৌরভের বাবা মনির খান বলেন, একই গ্রামের আফজাল সিকদার, কালু সিকদার, জামাল সিকদার, মজিবর হাওলাদার ইউপি সদস্য রুমি সিকদারের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তাঁর ছেলে মাঠে গুরু বেঁধে ফিরে আসে। পরে গরু ছুটে গিয়ে কালু সিকদার আফজাল সিকদারের খেতের পাট খায়। ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাঁর ছেলেকে কুপিয়ে পিটিয়ে আহত করেন।

মেহেন্দীগঞ্জের উপজেলার কাজিরহাট থানার ওসি মো. আনিসুল ইসলাম জানান, প্রতিপক্ষের হামলায় সৌরভ নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকালে কাজিরহাট থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশেষ ব্যবস্থায় বরিশালের শের--বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে হামলার ঘটনায় শনিবার নিহতের মামা জলিল সিকদার বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা করেছিলেন। ওই মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হবে।

2 comments:

  1. বরিশালের বাকেরগঞ্জ ও মেহেন্দীগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। জমি নিয়ে বিরোধ ও গরুর খেতের পাট খাওয়া নিয়ে এই দুটি হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ ও ভুক্তভোগী পরিবারগুলো জানায়।

    ReplyDelete
  2. বরিশালের বাকেরগঞ্জ ও মেহেন্দীগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। জমি নিয়ে বিরোধ ও গরুর খেতের পাট খাওয়া নিয়ে এই দুটি হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ ও ভুক্তভোগী পরিবারগুলো জানায়।

    ReplyDelete