বাহরাইন থেকে ফিরলেন ১৩৮ বাংলাদেশি
বাহরাইন থেকে ফিরলেন ১৩৮ বাংলাদেশি
করোনাভাইরাসের
প্রাদুর্ভাবের মধ্যে বিশেষ ফ্লাইটে করে বাহরাইন থেকে দেশে ফিরেছেন ১৩৮ জন বাংলাদেশি। আজ
রোববার সন্ধ্যায় গলফ এয়ারের বিশেষ এই ফ্লাইটে করে
তাঁরা এসেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান এ
তথ্য নিশ্চিত করেছেন।
হজরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর ফিরে আসা
সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ প্রথম আলোকে বলেন, বাহরাইন থেকে আসা ফ্লাইটটির বেশির ভাগ যাত্রী শ্রমিক। এই ফ্লাইটের যাত্রীদের
মধ্যে যাঁদের স্বাস্থ্য সনদ রয়েছে, তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে। আর যাঁদের স্বাস্থ্য
সনদ নেই, তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।
গত
২১ মার্চ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে একমাত্র চীন ছাড়া আন্তর্জাতিক সব রুটের যাত্রীবাহী
ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত
এটি বন্ধ থাকবে। তবে ৫ মে পর্যন্ত
সাধারণ ছুটি থাকায় এই নিষেধাজ্ঞা সময়সীমা
আবারও বৃদ্ধি করা হতে পারে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও গত ১৪ এপ্রিল
থেকে আজ ২৬ এপ্রিল
পর্যন্ত ঢাকায় বিভিন্ন দেশ থেকে ১৫টি বিশেষ ফ্লাইট এসেছে। এসব ফ্লাইটে ফিরেছেন ২১১২ জন বাংলাদেশি।
বাহরাইন থেকে আসা ফ্লাইটটির বেশির ভাগ যাত্রী শ্রমিক। এই ফ্লাইটের যাত্রীদের মধ্যে যাঁদের স্বাস্থ্য সনদ রয়েছে, তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে। আর যাঁদের স্বাস্থ্য সনদ নেই, তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।
ReplyDeleteকরোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিশেষ ফ্লাইটে করে বাহরাইন থেকে দেশে ফিরেছেন ১৩৮ জন বাংলাদেশি। আজ রোববার সন্ধ্যায় গলফ এয়ারের বিশেষ এই ফ্লাইটে করে তাঁরা এসেছেন। হ্যা এটাই বাংলাদেশ।
ReplyDelete