Breaking News

গরিবদের সহায়তায় ভারত তেমন কিছুই করেনি অভিজিৎ


ভারতে দেশজুড়ে চলা লকডাউনের কারণে লাখো গরিব মানুষ ত্রাণের জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের প্রতি সরকারকে আরও উদার হতে হবে। তাদের আরও বেশি বেশি ত্রাণ সহায়তা দিতে হবে। তাদের হাতে তুলে দিতে হবে অর্থকড়ি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই অর্থনীতিবিদ বলেন, ‘আমরা এমন কিছু করিনি, যা পর্যাপ্তের ধারেকাছে আছে।’ ভয়াবহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ সারা দেশে লকডাউন ঘোষণা করে ভারত। সরকার হাজার ৩০০ কোটি ডলার ত্রাণের প্যাকেজ ঘোষণা করে। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেন, ‘আমরা চাই না একজন মানুষও অভুক্ত থাক।

গরিবদের সহায়তায় ভারত তেমন কিছুই করেনি অভিজিৎ
গরিবদের সহায়তায় ভারত তেমন কিছুই করেনি অভিজিৎ
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপ ঠিক আছে বলেই মন্তব্য করেন অভিজিৎ ব্যানার্জি। তিনি বলেন, ‘কিন্তু লকডাউন এই গল্পের শেষ নয়, এই রোগ আরও দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকবে, যত দিন না প্রতিষেধক আসছে। শিগগির প্রতিষেধক মিলবে, এমন আশা নেই। তাই পরবর্তী পদক্ষেপ কী হবে, বিষয়ে ভারতকে যথাযথ পরিকল্পনা করতে হবে। দেশটির অর্থনীতি ইতিমধ্যেই অতি মন্দার মুখে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে। বহু মানুষ রুটিরুজি হারিয়েছে।

1 comment:

  1. লকডাউন এই গল্পের শেষ নয়, এই রোগ আরও দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকবে, যত দিন না প্রতিষেধক আসছে। শিগগির প্রতিষেধক মিলবে, এমন আশা নেই। তাই পরবর্তী পদক্ষেপ কী হবে, এ বিষয়ে ভারতকে যথাযথ পরিকল্পনা করতে হবে। দেশটির অর্থনীতি ইতিমধ্যেই অতি মন্দার মুখে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে। বহু মানুষ রুটিরুজি হারিয়েছে।’

    ReplyDelete