আসামিদের মুক্তির কথা বলেও সাহেদের প্রতারণা!

সাহেদ-সাবরিনার প্রতারণার তদন্ত মামলা শেষ পর্যায়ে


রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের অস্ত্র মাদক মামলা এবং জেকেজির ডা. সাবরিনার প্রতারণার মামলার তদন্ত শেষ পর্যায়ে। দ্রুততম সময়ে তিন মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে। একথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকেগোয়েন্দা পুলিশ জানায়, কারাগারে থাকা আসামিদের মুক্তি পাইয়ে দেয়ার কথা বলেও প্রতারণা করতেন সাহেদ।


No comments